ছাতক-দোয়ারার রাখাল রাজা সাবেক এমপি মিলন
এইচ বি শিমুল
ছাতক-দোয়ারার আবাল বৃদ্ধ বনিতা তাঁকে এক নামে চেনে—
একজন ভদ্রলোক, একজন সুপুরুষ, একজন নির্লোভ ও সৎ রাজনীতিবিদ।
দীর্ঘ রাজনৈতিক জীবনে দুর্নীতির কালিমা তাঁর গায়ে লাগেনি।
আজকের দিনে যেখানে টাকার কুমিররা রাতারাতি ধনী হয়ে ওঠে,
সেখানে তিনি দাঁড়িয়ে আছেন হিমালয়ের মতো দৃঢ়তায়—
দুর্নীতির প্রলোভনে অটল, স্বার্থের মোহে অচল। অনুগ্রহপূর্বক এই লেখাটি কেউ কপি করলে সংগ্রহীত লেখবেন।
সুনামগঞ্জের মাটি থেকে উঠে এসে
দলমত নির্বিশেষে মানুষের হৃদয়ে জায়গা করেছেন।
কার্ড পেলে বিপুল ভোটে জয়ী হওয়া নিশ্চিত,
আর তখনই ছাতক-দোয়ারাবাসী পাবে তাদের স্বপ্নের মন্ত্রী।
খালেদা জিয়ার কাছে তিনি একজন গ্রহণযোগ্য,
অভিজ্ঞতা ও আপোষহীন সততার কারণে
সারা বাংলাদেশে তাঁর রয়েছে আলাদা মর্যাদা।
টকশো থেকে রাজপথ, দুঃসময় থেকে সংগ্রাম—
সব জায়গায় তিনি আলো ছড়িয়েছেন এক ত্রাতার মতো।
বিগত যুগ যুগ ধরে সুনামগঞ্জের নেতৃত্ব দিয়ে আসছেন লোভমোহহীনভাবে।
কেউ তাঁকে টাকা দিয়ে কিনতে পারেনি,
কেউ তাঁকে অন্যায়ের পথে টেনে নিতে পারেনি।
এ যেন নির্লোভতার এক অমর প্রতীক—
মানুষ না ফেরেশতা, সেটাই এখন মানুষের আলোচনার বিষয়।
আজ সারা জেলায় একই গুঞ্জন—
“ছাতক-দোয়ারার উন্নয়নে
জনাব কলিম উদ্দিন আহমেদ মিলনের বিকল্প নেই।”
তিনি শুধু একজন রাজনীতিবিদ নন,
তিনি ছাতক-দোয়ারার রাখাল রাজা—
যিনি তাঁর মানুষের সুখ-দুঃখে,
অভিযোগ-প্রত্যাশায়,
আশা-আকাঙ্ক্ষায় বেঁচে আছেন এবং থাকবেন।
এইচ বি শিমুলের টাইম লাইন থেকে নেওয়া।
অনুগ্রহ করে কেউ কপি করবেন না,একান্তই করতে হলে সংগ্রহীত লেখবেন।