১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি বেলাল ও সাধারণ সম্পাদক কামাল

admin
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি বেলাল ও সাধারণ সম্পাদক কামাল

সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি বেলাল ও সাধারণ সম্পাদক কামাল
নবগঠিত কমিটিকে খন্দকার মুক্তাদিরের অভিনন্দন

সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি দ্বি-বার্ষিক সভায় কয়েস লোদী
জটিলতা দূর করে ব্যবসার পরিবেশ
সহজ করতে বিএনপি কাজ করবে
সভাপতি বেলাল ও সাধারণ সম্পাদক কামাল
নবগঠিত কমিটিকে খন্দকার মুক্তাদিরের অভিনন্দন

অনলাইন ডেস্ক

সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি দ্বি-বার্ষিক সভা শুক্রবার নগরীর দাড়িয়াপাড়ার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আমিনুল হক বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব ক্ষেত্রেই রয়েছে জটিলতা। ব্যবসার পরিবেশ সহজ করতে হবে। সকল জটিলতা দূর করে ব্যবসা পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করবে বিএনপি। ব্যবসা সহজ করা ও খরচ কমানোর লক্ষ্যে ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে বসে আলাপ আলোচনা ক্রমে ধীরে ধীরে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, সমিতির উপদেষ্টা নাজমুল হক নাজু, গোলাম আজম, মো. তারেক চৌধুরী। আরও উপস্থিত ছিলেন নুরুল আলম, রেজু হক, সহিদুল ইসালম, রঞ্জিত দেবনাথ ময়না,সহিদুল ইসলাম২,মিসবাহ আহমদ, কাসেম আহমেদ, স্বপন আহমদ, সাহিনুর রসিদ সাহিন, জসিম উদ্দিন, মাসুদ পারভেজ, সফিকুল ইসলাম, সামিম তালুকদার, কবির আহমেদ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আমিনুল হক বেলালকে সভাপতি ও কামাল আহমদকে সাধারণ সম্পাদক করে সমিতির ২০২৬-২৭ সনের ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সহ-সভাপতি নুরুল আলম ও রঞ্জিত দেবনাথ ময়না, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (১) শহিদুল ইসলাম (২), সাংগঠনিক সম্পাদক কাসেম আহমদ জনি, কোষাধ্যক্ষ মিছবাহ আহমদ নেছফা, সহ-কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম লিটন, প্রচার সম্পাদক হাসিদ আহমেদ স্বপন, দপ্তর সম্পাদক ফয়সল আহমদ, সদস্য তারেক আহমদ, মোশারফ বেপারী, এমদাদুল ইসলাম, আব্দুস সালাম ও কাজী বাবুল। সভায় ভিডিও কলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানান এবং নবগঠিক কমিটিকে অভিনন্দন জানান সিলেট-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।