১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ দোকান মালিক সমিতি ও সিলেট জেলা এবং মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের যৌথ মতবিনিময় সভা

admin
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৫, ০১:১৩ অপরাহ্ণ
বাংলাদেশ দোকান মালিক সমিতি ও সিলেট জেলা এবং মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের যৌথ মতবিনিময় সভা

বাংলাদেশ দোকান মালিক সমিতি ও সিলেট জেলা এবং মহানগর
ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের যৌথ মতবিনিময় সভা

 

বাংলাদেশ দোকান মালিক সমিতি ও সিলেট জেলা এবং মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগ এক মতবিনিময় সভা বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টায় নগরীর বারুতখানাস্থ একটি পার্টি সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সিলেটের মার্কেট বন্ধের পর অনেকেই নিত্যপণ্যের বাজার করে বাসায় ফিরেন। কিন্তু মার্কেট বন্ধের সাথে সাথে মুদি দোকান ও কাঁচাবাজার (মাছ, মাংস ও সবজি) বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বাজার করা সম্ভব হয় না। বেশিরভাগ মুদি দোকানে শিশুপণ্য বিক্রি হয়ে থাকে। কিন্তু রাত সাড়ে ৯টায় দোকান বন্ধ হয়ে যাওয়ায় জরুরি প্রয়োজনে শিশুপণ্যও কেনা সম্ভব হয় না। এতে সারারাত শিশুদের কষ্টের মধ্যে কাটাতে হয়।
বক্তারা আরো বলেন, সিলেট একটি পর্যটন নগরী। প্রতিদিন হাজারও পর্যটক সিলেটে আসেন। অনেক পর্যটক সারাদিন বাইরে ঘুরে রাতে সিলেট নগরীতে ফিরেন। এরপর তারা হোটেলের পার্শ্ববর্তী এলাকার দোকানপাটগুলো থেকে ঐতিহ্যবাহী হস্তশিল্পসহ বিভিন্ন পণ্য ক্রয় করে থাকেন। নগরের মধ্যে সবচেয়ে বেশি পর্যটক হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন ‘দরগাহ বাজার এলাকায় অবস্থান করেন। কিন্তু রাত সাড়ে ৯টায় ওই এলাকার দোকানপাট বন্ধ হয়ে গেলে পর্যটকরা কেনাকাটার সুযোগ থেকে বঞ্চিত হন। রাত সাড়ে ১১টা পর্যন্ত মুদি দোকান, কাঁচাবাজার (মাছ, মাংস ও সবজি) ও দরগাহ বাজার এলাকার দোকানপাট খোলা রাখার অনুমতি প্রদান এবং রাতে সিলেটের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন সহ সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আতিকুর রহমান আতিক এর সভাপতিত্বে¡ ও ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার সিলেটের ম্যানেজিং ডাইরেক্টর নিয়াজ মো. আজিজুল করিম এর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ট্রেজারার জহিরুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি লুৎফুর রহমান লিলু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মো. শূয়েব আহমদ জনি, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রুমেল খান, মধুবন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, আব্দুর রহমান দুদু, সৈয়দ জাহিদ উদ্দিন, আল হামরা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সামছুল আলম, ফুল ব্যবাসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, আব্দুল ওয়াদুদ পাভেল, পানসির চেয়ারম্যান আবু বকর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহেদুর রহমান শাহেদ, জেলা ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলেক মিয়া, লালদিঘি হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, রড, ঢেউটিন মার্চেন্ট এসোসিয়েশনের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম ফেনু, মুতাল্লেব ভিলা মার্কেট ব্যবসায়ী সমিতির ফিরুজ উদ্দিন, আম্বরখানা বাজার কমিটির সিনিয়র সহ সভাপতি মো. আব্দুল আজিজ, সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, বৃহত্তর মদিনা মার্কেট বাজার কমিটির সাবেক সভাপতি আমির হোসেন, লালদিঘি নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ছামছুল আলম, জেলা ব্যবাসয়ী ঐক কল্যাণ পরিষদের সহ সভাপতি শাহ আহমদুর রব, সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ, প্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জাবেদ আহমদ, জাবেদ কাদির প্রমুখ।
মতবিনিময় সভা শেষে বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি