১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রে ফ তা র

admin
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫, ০৭:০০ অপরাহ্ণ
সুনামগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রে ফ তা র

সুনামগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রে ফ তা র

অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের জগন্নাথপুর পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারনামীয় আসামী ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করা হয়েছে।

 

শনিবার (৩০আগস্ট) সকাল ৭টায় এরালিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি জগন্নাথপুর ইউনিয়নের গোড়ারগাঁও গ্রামের মৃত ফরিদ খাঁনের ছেলে সামছুল নুর খাঁন ওরফে শামসুদ্দিন নুর (৩৮)।

 

জানা যায়, শনিবার (৩০আগস্ট) সকাল ৭টায় জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে কলকলিয়া ইউনিয়নের এরালিয়া বাজার এলাকা থেকে কলকলিয়া ইউনিয়ন শাখার শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সামছুল নুর খাঁন ওরফে শামসুদ্দিন নুরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানায় জগন্নাথপুর থানা পুলিশ।

 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ‘আমাদের পুলিশের বিশেষ অভিযানে কলকলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’