১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

পার্টির নিবেদিত প্রাণ কোহিনুরকেও ফিরিয়ে নিলো বিএনপি

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ণ
পার্টির নিবেদিত প্রাণ কোহিনুরকেও ফিরিয়ে নিলো বিএনপি

পার্টির নিবেদিত প্রাণ কোহিনুরকেও ফিরিয়ে নিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদকেও দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্যপদ প্রদান করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দলটির পক্ষ থেকে শাস্তিমূলক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের পুনরায় বিএনপিতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

কোহিনুর আহমেদকে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার কারণে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিস্কার করা হয়েছিলো। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো।’

গতবছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে নানা অভিযোগ উঠে কোহিনুর আহমেদের বিরুদ্ধে। এরপর শ্বশুরবাড়ির একটি ঘটনায় নেতিবাচকভাবে আলোচিত হন। এর জেরে ১১ জুন তাকে বহিস্কার করা হয়েছিলো।