১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

সিলেটে পুনাক এসএমপির দুঃস্থদের মাঝে রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ণ
সিলেটে পুনাক এসএমপির দুঃস্থদের মাঝে রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ

সিলেটে পুনাক এসএমপির দুঃস্থদের মাঝে রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

 

সিলেটে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর উদ্যোগে “স্বাবলম্বী” কর্মসূচির আওতায় সিলেট মহানগরীর দুঃস্থদের মধ্যে প্যাডেল রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্রী সিদরাতুল মুনতাহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে মোট ১০ জন দুঃস্থ ব্যক্তির মাঝে জীবিকায়ন সহায়ক হিসেবে রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ করা হয়। প্রাপকরা হলেন- মো. শিমুল (ভ্যান), আলেক মিয়া (ভ্যান), আলীম হোসেন সবুজ (ভ্যান), মো. লালন আহমদ (রিকশা), গুলফর উদ্দিন (রিকশা), রুহুল আমিন (রিকশা), মো. কানু মিয়া (রিকশা), হাফেজ মোহাম্মদ আবু জাফর আলী (রিকশা), মো. ছায়েদুল ভুইয়া সুজন (ফুডকার্ট) এবং মুক্তার আহমদ (ফুডকার্ট)।

বক্তারা বলেন, ‘পুনাকের ‘স্বাবলম্বী’ কর্মসূচির মূল লক্ষ্য হলো সমাজের অসহায় ও দুঃস্থ মানুষদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর করে তোলা।’

এ ধরনের উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।